লামায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শফিকুল ইসলাম লামা বান্দরবান প্রতিনিধি
লামায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ,উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ইউপি চেয়ারম্যানবৃন্দ,ফার্য়ার সার্ভিস, উপজেলা পূর্জা উদযাপন পরিষদ এর প্রতিনিধি, ধর্মীয় পুরুহিত,ইমাম,সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এবারে লামা উপজেলায় ৮টি পুজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে সবাইকে ধর্মীয় দৃষ্টিকোণ হতে সহাবস্থান, ভ্রাতৃপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সহায়তার আহবান করা হয়।