গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে শতাধিক পোশাক শ্রমিক
গাজীপুরের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন স্টাইল ক্রাফট পোশাক কারখানা শ্রমিকরা।
শতাধিক শ্রমিক আজ রোববার সকাল ৮টার দিকে গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রের পাশে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
শ্রমিক নেতা সফিউল বলেন, শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি। তাছাড়া বোনাস ও মাতৃত্বকালীন ভাতাও দেয়নি কর্তৃপক্ষ। সেপ্টেম্বরে কারখানা বন্ধ রেখেছে।
দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনে যাবেন বলেও জানান তিনি।
কারখানার আরেক শ্রমিক হাসান বলেন, ‘তিন মাস ধরে বেতন পাই না, খুব কষ্টে আছি। আন্দোলন করছি, বেতন চাইতেছি। ওরা দেবে বলেও দিচ্ছে না।’
এ ব্যাপারে জানতে স্টাইল ক্রাফট পোশাক কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সুজা উদ্দীনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ভিউ: ৫৬