কালিয়কৈরে আজমেরী বাসের ধাক্কায় অটো ভ্যান চালক শামীম নিহত
গাজীপুরের কালিয়াকৈরে হরিণহাটি পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্টারলিং লিমিটেড, নামক তৈরি পোষাক কারখানার সামনে রবিবার (৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে, আজমেরী পরিবহন নামের যাত্রীবাহি বাসের ধাক্কায় শামিম হোসেন (৩৫) নামের অটো ভ্যান চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন ছোট গোপালপুর গ্রামের মিনহাজ আলীর ছেলে। সে উপজেলার টান কালিয়াকৈর এলাকার সাইদ মিয়ার বাড়িতে সপরিবারে ভাড়া থাকতো এবং স্থানীয় একটি, বেকারীর মালবাহী ভ্যান চালাতো।
স্থানীয়রা ও নাওজোর হাইওয়ে পুলিশ সূত্র জানায় রবিবার সকালে বেকারীর মালবাহী ভ্যান নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল নিহত শামিম। এসময় একটি আজমেরী পরিবহন বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে,ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ঐ ভ্যানের চালককে মূমুৃর্ষ অবস্থায় উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষনা করে ।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাওজোর হাইওয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নাওজোর হাইওয়ে থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের
লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। সে একটি বেকারীর গাড়ি চালাতেন। স্বজনদের খবর দেয়া হয়েছে। নিহতের স্বজনরা এলে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। ঘাতক বাসটিকে
আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।