মাননীয় প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন উপলক্ষে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে
আগামী ১০ই অক্টোবর পদ্মা রেলসেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আগমন করবেন। এ উপলক্ষে ভাংগা ডা. কাজী ইউসুফ স্টেডিয়ামে জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।
বল্লভদী ইউনিয়নের আওয়ামীলীগ ও সহোযোগী সংগঠনের আয়োজনে আজ রবিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় বল্লভদী ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান এবং সালতা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান শাহীন খন্দকার। আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান ওঠিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক পান্জু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন মোল্লা, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি রনিচ খান মুন্না, বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগনসহ বিভিন্ন স্তরের জনগন।
উক্ত সভায় অতিথিদের বক্তব্যে বলেন, শেখ হাসিনা দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। ভাংগার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রুপান্তরিত করা আমাদের দায়িত্ব। আমরা বল্লভদী ইউনিয়ন থেকে সর্বাধিক লোকসমাগম করার চেষ্টা করবো।বক্তারা আরও উল্লেখ করেন আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আমারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারছি। তাই সবাই আওয়ামীলীগকে শক্তিশালী করার জন্য আন্তরিক ভাবে কাজ করে যাবো।