মাননীয় প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন উপলক্ষে শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি মহোদয় এর প্রস্তুতি সভা
Spread the love

মাননীয় প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন উপলক্ষে শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি মহোদয় এর প্রস্তুতি সভা

 

আগামী ১০ই অক্টোবর পদ্মা রেলসেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাঙ্গায় আগমন করবেন। এ উপলক্ষে ভাংগা ডা. কাজী ইউসুফ স্টেডিয়ামে জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে সালথা উপজেলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগ ও সহোযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী দেলোয়ার, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, শ্রমিকলীগ সভাপতি সাইফুর রহমান সাহিন, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য লাবু চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন। ভাংগার জনসভাকে একটি ঐতিহাসিক জনসভায় রুপান্তরিত করা আমাদের দায়িত্ব। আমরা ফরিদপুর-২ আসনে থেকে সর্বচ্ছ লোকসমাগম করবো ইনশাআল্লাহ। সবাইকে মনে রাখতে হবে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই আপনারা এলাকায় শান্তিতে বসবাস করতে পারতেছেন। জামাত-বিএনপি ক্ষমতায় আসলে পিঠের চামড়া থাকবে না। তাই সবাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করুন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031