তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন অভিযান,বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখকে পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত:
Spread the love

তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন অভিযান,বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখকে পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

 

 

তরুন প্রজন্মকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধকরণে তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপন বিষয়ে কমিউনিটি সংলাপ, বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখককে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপন অভিযান। আজ ০৭ ই অক্টোবর ২০২৩, রোজ: শনিবার, সকাল ১০ ঘটিকায় তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীর বাগমারা উপজেলার রামপুর পাঁথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত।

এ আয়োজনটিতে সভাপতিত্ব করেন: পার্শ্ববর্তী পাঁশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আ: হামিদ মোল্লা। গত ২ মাস ধরে স্কুলভিত্তিক ক্যাম্পেইনে বিভিন্ন স্কুলে তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে “বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখন” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৩০০ টির অধিক পত্র থেকে সেরা দশজন পত্রলেখক শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে নামখচিত একটি করে ক্রেস্ট,একটি আমগাছ এবং “বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনিষীর জীবনী” নামক একটি করে বই তাদের হাতে তুলে দেয়া হয়। বিজয়ী দশজন পত্রলেখক শিক্ষার্থীর নাম:
১. মোছা: আফরিন রহমান,বানইল উচ্চ বিদ্যালয়,বাগমারা, রাজশাহী (৮ম শ্রেনী),২.মো: ফরহাদ রেজা, গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়, বাগমারা রাজশাহী ( ৯ম শ্রেনী/বিজ্ঞান),৩. মোছা: তাবাচ্ছুম,পাহাড়পুর গাঁজামহল উচ্চ বিদ্যলয় নওগাঁ (৭ম শ্রেনী),৪. মো: আহসান হাবীব, রামপুর পাঁথার সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫ম শ্রেনী),৫. মোছা: মুবাসশিরা আনজুম, হাতরুম সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা রাজশাহী (১ম শ্রেনী),৬. মো: আশফাক হোসেন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগমারা, রাজশাহী (৫ম শ্রেনী),৭. মোছা: ফারজানা আক্তার, মাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা,রাজশাহী(৫ম শ্রেনী),৮. মো: মর্তুজা আহমেদ মাহি,গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়, বাগমারা রাজশাহী ( ৯ম শ্রেনী/বিজ্ঞান),৯. মোছা: সুমাইয়া আক্তার,৬ষ্ঠ শ্রেনী,বানইল উচ্চ বিদ্যালয়,বাগমারা, রাজশাহী (৮ম শ্রেনী),১০. মোছা: বর্ষা খাতুন,হাতরুম সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাগমারা রাজশাহী (১ম শ্রেনী)। এরপর বাগমারার বিভিন্ন স্কুলে বিতরণের জন্য কৃষ্ণচূড়া,আম এবং মেহেগুনির চারা বিতরন করা হয়। উপস্থিত অন্যান্য শিক্ষার্থিদের মাঝেও প্রায় অর্ধশত ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে দিনের দ্বিতীয় অংশে তালপত্র ফাউন্ডেশনের অন্যতম সদস্য মো: মারুফ রহমানের সংগৃহীত দেবদারু গাছের পাঁচ শতাধিক বীজ বাগমারার পাঁশুড়িয়া গ্রামের প্রবেশপথের দুধারে রোপন করা হয়। এভাবে শেষ হয় দিবসের সকল কার্যক্রম।

উল্লেখ্য, তালপত্র ফাউন্ডেশনের সমন্বয়কারী শরিফ উদ্দিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে আয়োজন করা হয় – বৃক্ষরোপন বিষয়ে একটি “কমিউনিটি সংলাপ” এর। সংলাপে বক্তব্য রাখেন- হাতরুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন,গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আ: জলিল মন্ডল, তালপত্র ফাউন্ডেশনের সদস্য মো: মারুফ রহমান, আল-আমিন হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: তালপত্র ফাউন্ডেশনের সদস্য মো: সোহেল রানা,শরিফ খান, ইমন খান, মো: আশরাফুল, মো: ফারুক হোসেন,জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, সাংবাদিক এনামুল হক সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী।

সর্বশেষ খবর

তালপত্র ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন অভিযান,বৃক্ষরোপনের উপর সেরা দশজন পত্রলেখকে পুরস্কার বিতরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত:

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031