পিরোজপুর কাউখালী উপজেলায় (জেপি) সভাপতির পদত্যাগ, সাংবাদিক সম্মেলন ও সুধী সমাবেশ
নুরুজ্জামান খোকন কাউখালী পিরোজপুর
জাতীয় পার্টি (জেপি) সভাপতি এবং কাউখালী উপজেলা চেয়ারম্যান জনাব, আবু সাঈদ মনু সাহেবের পদত্যাগ অনুষ্ঠানের সাংবাদিক সম্মেলন শেষে, জনাব মহিউদ্দিন মহারাজ এর সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠান।কাউখালী উপজেলা পরিষদ চত্বরে শনিবার বৈকাল ৩:০০ ঘটিকার সময় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সাংবাদিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান জনাব আবু সাঈদ মনু বলেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের সমালোচনা ও ইস্তেহার বাস্তবায়িত না হওয়ায় উপজেলা চেয়ারম্যান,জনগণের কাছে হেয় প্রতিপন্ন ও সমালোচিত হচ্ছেন। এছাড়াও আবু সাঈদ (মনু)লিখিত আকারে সকলের কাছে একটি অনুলিপি প্রকাশ করে তাহার বক্তব্য ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এরপরই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক,জনাব মহি উদ্দিন মহারাজ সাহেবের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি শুধী সমাবেশের আয়োজন করা হয়। তিনি পিরোজপুর-০২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার ব্যক্ত করে ভান্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠির, বিভিন্ন সমস্যা ও সমাধান কে সামনে রেখে ডিজিটাল উপজেলা গরার লক্ষ্যে, সকলের সহযোগিতা কামনা করেন । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া স্বরূপকাঠি কাউখালী উপজেলার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার বৃন্দ, এছাড়াও সমর্থিত স্থানীয় জনগণ।