নলছিটিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নলছিটি উপজেলা প্রসাশন কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি সহকারী কমিশনার (ভুমি) সমাপ্তি রায় ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান।এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ মুজিবুর রহমান, মোল্লার হাট ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান সেন্টু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, দশটি ইউনিয়ন পরিষদের সচীবগন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের অংশ গ্রহনে একটি র্যালী বের করে সড়ক প্রদক্ষিন করেন।