পাইকগাছায় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে থানা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় ২০ অক্টোবর শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দিরের সভাপতি সম্পাকদের সাথে থানা পুলিশের নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় পাইকগাছা থানা প্রাঙ্গনে উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে শক্ত হাতে দমন করা হবে। অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, ধর্মীয় আচার-আচরণ ও অনুশাসন মেনে পূজা পালন করার আহবান জানান।বিশেষ অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু,সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৃপ্তি রজ্ঞন সেন, প্রান কৃষ্ণ দাশ।আয়োজিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মোরয়ারী মোহন সরকার,প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরকার, শংকর দেব নাথ, উত্তম সাধু, সুনিল মন্ডল,সাংবাদিক বি সরকার, সুরঞ্জন চক্রবর্তী, উজ্জ্বল মন্ডল, পলাশ বাছাড়, বিদ্যুৎ বিশ্বাস, রামপ্রসাদ সাধু, কালিপদ বিশ্বাস, তরুণ কান্তি সরকার, অধীর কৃষ্ণ মন্ডল, কনক চন্দ্র তরফদার, বিপ্লব কান্তি মন্ডল সহ ১৫৫ টি পূজা মন্দিরের সভাপতি সম্পাদক।চলমান বছর পাইকগাছা উপজেলায় মোট ১৫৫ টি পূজা মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাইকগাছা পৌর সদরে ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুন ইউনিয়নে ১৯ টি, লতা ১৪ টি সোলাদানা ইউনিয়নে ১২ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাড়ুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ুইখালী ইউনিয়নে ১৩ টি মিলিয়ে সর্ব মোট ১৫৫ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা হবে মর্মে প্রাপ্ত সূত্রে জানা যায়।