বটিয়াঘাটা হাপাতালে স্তন ক্যানসার সচেতনা মাস উপলক্ষে,বর্ণাঢ্য র্যালী ও প্রোগ্রাম ও সচেতনা মুলক আলোচনা সভাঃ
নিত্যানন্দ মহালদার, বটিয়াঘাটা উপজেলা( খুলনা) প্রতিনিধি
খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সার্জারি বিভাগ আয়োজিত স্তন ক্যানসার সচেতনা মুলক র্যালী ও আলোচনা সভা, অনুষ্ঠিত হয় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কনফারেন্স রুমে প্রধান অতিথি- হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপতাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শওকত আলী। ডাক্তার আসাদুল্লাহ ও গালিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার শহিদুল ইসলাম টুটুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার উর্মি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। , ডাক্তার আইরিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল । ডাক্তার অভিজিৎ মল্লিক আর এম ও বটিয়াঘাটা হাসপাতাল । ডাক্তার সাবেরা শারমিন গাইিনি কনসালট্যান্ট বটিয়াঘাটা উপজেলা হাসপাতাল । ডাক্তার মিতু ঘোষ মেডিকেল অফিসার বটিয়াঘাটা হাসপাতাল।গৌরী রানী এস,এ,সি,এম,ও, বটিয়াঘাটা হাসপাতাল ।সাইফুল ইসলাম -এস,এ,সি,এম,ও।হাসপাতাল। ডাক্তার ফারজানা নিপা মেডিকেল অফিসার বটিয়াঘাটা হাসপাতাল। স্তন ক্যান্সারের উপর বিশেষভাবে আলোচনা করেন ডাক্তার সৈয়দা নিশাত মরিয়ম রেজিষ্টার,সার্জারি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।মোহাম্মদ সাইদুর জামান প্রধান সহকারী বটিয়াঘাটা উপজেলা হাসপাতাল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাক্তার মিজানুর রহমান u,h,fp,o বটিয়াঘাটা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আরো উপস্থিত ছিল বটিয়াঘাটা পঞ্চাশ সয্য বিশিষ্ট হাসপাতালের সকল নার্স ও স্টাপ বৃন্দ সহ শত শত রোগী।