ছাতকে সীড এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতকে সীড এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার গোবিন্দগঞ্জ রহমতুন্নেছা শপিং কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সীড এসোসিয়েশনের ছাতক উপজেলার সকল বীজ ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভার মধ্যে কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় আশরাফুর রহমান চৌধুরী সভাপতি ও মো: কদরিস খাঁনকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটি-সভাপতি,RTR আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক কদরিস খাঁন, যুগ্ন- সাধারণ সম্পাদক লিল মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মুক্তার আলী, অর্থ সম্পাদক নাসির উদ্দীন, উপদেষ্টা মন্ডলী আব্দুল মালেক, ফজল আহমদ, অনাথ বাবু, দেলোয়ার হোসেন মাজেদ,সদস্য ময়নুল হক, কামরুল ইসলাম, ইদ্রিস খান, আব্দুল আমিন,আব্দুল কালাম,জুয়েল আহমদ,আসাদুর রহমান, ফটিক মিয়া,জমির উদ্দিন,হাবিবুর রহমান,শাহ সুলেমান, ফরিদ মিয়া,আলী আসকর,শামীম আলম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ।