কালিয়াকৈরে মৌচাক ইউনিয়ন ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-২০২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৬ অক্টোবর বিকেলে স্থানীয় হলিডে মডেল পাবলিক স্কুল মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ রাসেল জোয়ার্দ্দার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন। সঞ্চালনা করেন মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। উদ্বোধক ছিলেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সভাপতি
মোঃ দুলাল আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হারিজউজ্জামান খাঁন হারিজ। উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শিকদার, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুল্লাহ বেলালী,কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম শামীম।এ সময় প্রধান বক্তা, হাজী মোহাম্মদ হারিজউজ্জামান খাঁন হারিজ বলেন, নেতা হতে হলে অবশ্যই জনগনের সমর্থন পেতে হবে। কিছু নেতা আছে দেখা যায় পদ নেওয়ার পর আর কোন খোঁজ থাকেনা। এই রকম নেতা আমরা চাইনা।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে অবিলম্বে। আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ।