চুয়াডাঙ্গা-২ আসনের হাসাদহে হাশেম রেজার নির্বাচন পথসভা অনুষ্ঠিত
Spread the love

চুয়াডাঙ্গা-২ আসনের হাসাদহে হাশেম রেজার নির্বাচন পথসভা অনুষ্ঠিত

 

মোঃ আব্দুল্লাহ হক /

 

জিল্লুর রহমান মধু (০৬-১০-২৩)চুয়াডাঙ্গা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জননেতা হাশেম রেজার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার হাসাদহে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জননেতা হাসেম রেজা। তিনি বলেন, রাজনীতির পুরোটা সময় আমি আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, প্রতিটি এলাকায় সম উন্নয়নের প্রতিশ্রুতি ও এই এলাকার মানুষকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সহযাত্রী করতে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে কাজ করছি। আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই। আমি জনগণের আকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।

জীবননগর উপজেলা হাসাদহ বাজারে ইউনিয়ন আঃলীগ আয়োজিত পথসভায় সভাপতি করেন হাসাদহ ইউনিয়ন আঃলীগের সদস্য মোঃআক্তারউজ্জান আক্তার।প্রধান অতিথি ছিলেন জনাব মোঃহাশেম রেজা সদস্য এান ও সমাজকল্যান উপকমিটি বাংলাদেশ আঃলীগ। অতিথি ছিলেন জুড়ানপুর ১নং ওর্য়াড সভাপতি ও ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সরিফ উদ্দিন, উথুলী ইউনিয়ন ১নংওর্য়াড সভাপতি মোঃসরফরাজ উদ্দিন, নতিপোতা ইউনিয়ন আঃলীগ সহ-সভাপতি মোহাম্মদ আলী, আন্দলবাড়িয়া ইউনিয়ন ২নংওর্য়াড সাঃসম্পাদক মাসুদ রানা, মদনা ইউনিয়ন আঃলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম, চুয়াডাঙ্গা জেলা ছাত্র লীগ সাবেক সহ-সভাপতি ও জিএস মোঃনাসির উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন আঃলীগ যুব ও ক্রীড়াসম্পাদক জসিমউদদীন মেম্বার, সীমান্ত ইউনিয়ন আঃলীগ নেতা সাহাবুল হক,বাবুল আক্তার,জাকির হোসেন,শফি মাষ্টার, আঃরাজ্জাক, উথুলী ইউনিয়ন আঃলীগ নেতা হাবেল মন্ডল, আহাদ আলী,হাসাদহ ইউনিযন আঃলীগ নেতা তরিকুল ইসলাম, শ্রমিক নেতা আঃরাজ্জাকমুনসুর আলী,,রাইপুর ইউনিয়ন আঃলীগ নেতা শাহাবুদ্দীন খান, আলিম বিশ্বাস, মনোহারপুর ইউনিয়ন আঃলীগ নেতা আসাদুল হক আসা, জীবন নগর পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি জসিমউদদীন মিন্টু, সাকিল আহমেদ, পবন কুমার বিশ্বাস, তরিকুল ইসলাম, সবুজ মল্লিক,কুলতলার শাহিন,মুক্তাপুর মিন্টু, জাহাঙ্গীর আলম, হাসাদহ ইউনিয়ন যুবলীগ নেতা সাহাবুল হক,কুড়ুলগাছি ইউনিয়ন আঃলীগ নেতা সিরাজ শেখ, হারুন অর রশিদ মোল্লা, আঃমজিদ সন্তোষ পুর আঃলীগ নেতা শরিফুল ইসলাম, রাইপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম খাতুন (১২৩)কদবানু খাতুন (৪৫৬),বেদনা খাতুন, আন্দলবাড়িয়া ইউনিয়ন আঃলীগ নেতা আশরাফুল আলম ডাবলু, মুহিদুল ইসলাম, জমেদ আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান, নাটুদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন,
জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাকির বিশ্বাস, মশিউর রহমান, রিপন,সাহিন,দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, আশরাফুল মেম্বার, আবু বক্কর, আলামিন, রফিক,সামাদ,আবুল বাসার, জহিরুল হক, কালু পিন্টু, শুকুর আলী, তারিক,আল মামুন, আশরাফুল হক, আপেল উদ্দিন, কালাম,ছাত্র লীগ নেতা রনজু আলামিন রকি সৌরভ শুভ, সজল,সজিব,তোতা,হায়দার আলী,জহিরুল, প্রমখ।পরিচালনা করেন যুবলীগ নেতা জেবা।।

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা-২ আসনের হাসাদহে হাশেম রেজার নির্বাচন পথসভা অনুষ্ঠিত

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031