শোল মারি নদী দ্রুত খননের দাবী ডুমুরিয়া, বটিয়াঘাটা বাসির
নিত্যাানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা (খুলনা) প্রতিনিধি
শোলমারি নদী বিলুপ্তির ফলে, বিল ডাকাতিয়া সহ পানি বন্দি হাজারো মানুষ,আবাদি জমি অনাবাদি জমিতে ফসলের খতি হওয়ার আশঙ্কা ।খুলনা জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার হাজার হাজার মানুষ ভারি বর্ষনের কারণে পানি বন্দি হয়ে পড়েছে। ফলে পানি নিষ্কাশনে নেই কোন সুব্যবস্থা, পাউবো বলছে যে গবেষণা চলছে।
স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে স্লুইসগেট গুলোর কপাট বন্ধ রাখা ও শোলমারি নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি সরবরাহ না হওয়া এই জলবদ্ধতা সৃষ্টির প্রধান কারণ। ডুমুরিয়া উপজেলার রংপুর,রঘুনাথ পুর ও গুটুদিয়া ইউনিয়নের কিছু অংশ এবং বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কিছু অংশের মানুষ এই জলবদ্ধতার কবলে পড়ে নির্মম জীবন যাপন করছে। এসব এলাকায় মানুষের বসতঘর পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এই জলবদ্ধতার কারনে হাজার হাজার একর আবাদি জমি, অনাবাদি জমিতে পরিনত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে এসব এলাকায় আমন ধান চাষ করা অসম্ভব হয়ে পড়েছে।মৎস্য চাষীদের মধ্যে দেখা দিয়েছে দূর্ভোগ। উৎপাদন কমে গিয়েছে সবজি জাতীয় কাচা মালের। নানা ম