বেলকুচিতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মোঃ আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান,সেক্রেটারি জেনারেল,সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁনসহ আটক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দা’বীতে,কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বেলকুচি উপজেলা জামায়াতের পক্ষ হতে এক বিরাট প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার,বিকাল ৫ টায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত ও বেলকুচিস্থ শহীদ ইসমাইল হোসেন সিরাজী চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করেন; বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল। অন্যান্যো’র মাঝে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন;জামায়াত নেতা মাওঃ ছানোয়ার হোসাইন ,মাওঃ আবুল হাশেম সরকার ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন প্রমূখ। নিদৃষ্ট সময়ের পূর্বেই জামায়াত-
শিবিরের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারন মানুষ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান,সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁনসহ আটক নেতা-কর্মী আলেম-
ওলামাদের মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দা’বীতে শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি বেলকুচিস্থ শেরনগর থেকে শুরু হয়ে শেরনগর ও কামারপাড়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তৃতায়; জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,
কেয়ারটেকার সরকার ছাড়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে একতরফা পাতানো নির্বাচন করতে দেয়া হবে না বলে হুসিয়ারী উচ্চারণ করে চলমান আন্দোলন সংগ্রামে সকল দেশ প্রেমিক সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবনবাজি রেখে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।