ঠাকুরগাঁও রাণীশংকৈলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথীর বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম এছাড়াও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ইউ আর সি ইন্সট্রাক্টার আবিদুল হাসান,ইউপি চেয়ারম্যান,আবুল হোসেন,আবুল কালাম,আব্দুল বারি,আবুল কাশেম,শরৎ চন্দ্র রায়,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী,ইউনিয়ন সচিব দবিরুল ইসলাম,পৌর কাউন্সিলর মতিউর রহমান,
,ইউনিয়ন পরিষদের সচিবগণ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
সভাপতি বক্তব্যে বলেন, আমরা যেন সকলের জন্ম ও মৃত্যুর নিবন্ধন নিশ্চিত করতে পারি এ বিষয়ে সকলেরই সহযোগিতার দরকার।