কালিয়াকৈর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় জলাবদ্ধতা চিরাচরিত বিষয়।
Spread the love

কালিয়াকৈর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় জলাবদ্ধতা চিরাচরিত বিষয়।

কালিয়াকৈর বাইপাসের সন্নিকটে কালিয়াকৈর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাহেব বাজার এলাকায় আবাসিক এলাকা গড়ে উঠেছে। উক্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় খানকা শরীফ এবং বহু জনতা বসবাস করে আসছে বহুবছর ধরে । এক নম্বর ওয়ার্ডের এই আবাসিক এলাকার রাস্তাটি শেষ হয়েছে একটি বিলের মধ্যে। বিলে ব্যক্তিগত উদ্যোগে সারা বছরই মাছ চাষ করা হয়। মাছ চাষ করার কারণে আবাসিক এলাকায় পানি জমে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে পুরো বর্ষা মৌসুম ।

শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে থাকলেও পুরো বর্ষা মৌসুমে বিলটি পানিতে পরিপূর্ণ থাকে।
যে কারণে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় । পাশ দিয়ে ড্রেনের ব্যবস্থা থাকলেও বিলের পানি উল্টো আবাসিক এলাকায় ঢুকে পড়ে।
এ অবস্থায় গতকালের অবিরাম বর্ষণে আবাসিক এলাকার ৭০% রাস্তা পানির নিচে নিমজ্জিত হয়েছে । বিলের আশপাশের এলাকার যে বাড়িঘর আছে,তাদের ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে । সরজমিন তদন্তে দেখা গেছে অনেক বাসাবাড়ি পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিচতলায় বসবাসকারী এবং আধা পাকা বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের বসবাস করা এবং রান্নাবান্নার দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমতাবস্থায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতেও ব্যর্থ হয়েছে এই প্রতিবেদক।
ভুক্তভোগী এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর মেয়রের সু দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের অভিযোগ, আমরা পৌরকর ঠিকমতো পরিশোধ করে থাকি অথচ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। অতি দ্রুত বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হোক বলে এলাকাবাসীর অভিমত।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930