ফরিদপুর জেলার সালথা থানার বিভিন্ন এলাকার রাস্তার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে ও মাদ্রাসাতে পানির কারণে ক্লাস বন্ধ রয়েছে
Spread the love

ফরিদপুর জেলার সালথা থানার বিভিন্ন এলাকার রাস্তার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে ও মাদ্রাসাতে পানির কারণে ক্লাস বন্ধ রয়েছে।

৬-১০-২০২৩
সকল অবস্থা
ফরিদপুরের সালথা থানার ফুকরা গ্রামের বিভিন্ন রাস্তার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে যেটা কোনদিন মানুষ দেখেনি এবং কল্পনাও করতে পারেনি এমনকি ফুকরা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসার মাঠ সহ বিপুল পরিমাণে পানি জমাট রয়েছে এই মাদ্রাসাতে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেন এমনকি মাদ্রাসার মসজিদের যাওয়ার মত কোন ব্যবস্থা নেই, এত পরিমানে পানি জমায়েট হয়েছে আশেপাশে বাড়িঘরে পানি উঠে গিয়েছে এমনকি এই এলাকায় বিপুল পরিমাণ ধানের ক্ষেতে উপর দিয়ে পানি জমাট হয়ে রয়েছে এলাকাবাসী জানান এভাবে পানি থাকলে মানুষ বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ে যাবে মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান সাহেব জানান এভাবে পানি থাকলে মাদ্রাসার লেখাপড়ার অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে ছাত্র ছাত্রের অনতিবিলম্বে এই রাস্তায় দ্রুত একটা সুইচগেটের প্রয়োজন এলাকাবাসী জানান আমাদের ঘরবাড়িতে পানি উঠে গিয়েছে আমাদেরকে যদি এই রাস্তার উপরে একটা সুইজগেট অথবা কালভার্ট নির্মাণ করে দেয়া হয় তাহলে আমরা এই ক্ষতির হাত থেকে রক্ষা পাবো তাই আমরা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি এবং আমাদের এমপি মহোদয়ের নিকট বিশেষভাবে আবেদন জানাচ্ছি সে যেন দ্রুত আমাদের এই পানি নিষ্কাশন এর জন্য কালভার্টি বরাদ্দ করে দেন এবং আমাদেরকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করেন তার কারণ হচ্ছে বৃষ্টি হলেই বিপুল পরিমাণে পানি জমায়েট হয় এই রাস্তার একটা কালভার্ট ছিল তাও অনেকদিন আগেই বন্ধ হয়ে যায় রাস্তার কাজ করতে গিয়ে তারপরে ফুকর গ্রামের মেম্বার মোঃ আবুল হাসান মুন্সির নিজের অর্থায়নে একটি পাইপ দিয়ে দেন একটা পাইপ দিয়ে কতটুকু পানি না বের হয় এজন্যই আমাদের এলাকাবাসীর দাবি দ্রুত কালভার্ট টা সংস্কার অথবা নতুন কালভার্ট যেন নির্মাণ করে দেয়া হয় ফুকরা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব জানান এভাবে পানি জমাট বাঁধা থাকলে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসায় আসতে পারতেছে না আমাদের একটা বিশেষ দাবি উপজেলা প্রশাসন ও এমপি মহোদয়ের নিকট কে যেন সুদৃষ্টিতে এই রাস্তাটার কালভার্ট নির্মাণ করে দেয় তার কারণ হচ্ছে এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মাইক্রো গাড়ি পিকআপ গাড়ি মোটরসাইকেল ও চার্জের ভ্যান চলাফেরা করে এই পানির কারণে রাস্তার অনেক জায়গায় ভাঙ্গন লেগে গিয়েছে এই কারণে যানবাহন চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছেন। এলাকাবাসী এ রাস্তা দিয়েই সালথার হাট ময়দিয়া হাটে ও বিভিন্ন এলাকায় এ রাস্তা দিয়ে যেতে হয় এলাকাবাসী বলেন আমাদের বিশেষ অনুরোধ থাকলো দ্রুত যেন এই কালভার্টি সংস্কার করে দেয়া হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031