সিরাজগঞ্জ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
Spread the love

সিরাজগঞ্জ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

 

“কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন জনগণ মেনে নিবে না”

আশিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, কেয়ারটেকার সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো পাতানো নির্বাচন জনগণ মেনে নিবে না। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। মানুষের মৌলিক অধিকার আজ ভ‚লুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারকে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এবং পদত্যাগে বাধ্য করা হবে। সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বর্তমান জালেম সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে। যাতে সরকার কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তন করতে এবং এর অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে বাধ্য হয়।

৫ অক্টোবর বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও বেলকুচি উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ মাওলানা আব্দুল জলিল মিলনায়তনে আয়োজিত জেলা আমীর মাওঃ শাহীনূর আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা আবদুল হালিম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বর্তমান জালেম সরকারের বিরুদ্ধে জামায়াত আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। প্রতিনিয়ত জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমীরে জামায়াতসহ জামায়াতের কয়েকজন শীর্ষ নেতা বহু দিন ধরে কারাগারে। পুলিশ মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার অভিযান চালিয়ে চলমান আন্দোলকে স্তব্ধ করে দিতে চায়। জামায়াত নেতাকর্মীদেরকে জেল-জুলুম ও গ্রেফতার অভিযানকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে জোরদার ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম, বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উল্লাপাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওঃ শাহজাহান আলী, বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা আমীর ডা. সেলিম রেজা, চৌহালী উপজেলা আমীর মাওঃ আবু ছাঈদ সালেহ ও টাঙ্গাইল জেলা শিবির সেক্রেটারি ছাত্রনেতা আনোয়ার হোসেন, এবং উক্ত আসন দ্বয়ের উপজেলা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশে বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চলের টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম সকল দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন, নির্বাচন ও সংগঠন পরিচালনায় জনমত গঠন এবং ময়দানে কাক্সিক্ষত ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930