ঐতিহ্যবাহী বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে”বিশ্ব জাতীয় শিক্ষক দিবস ২০২৩” পালন
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ৫ অক্টোবর, ২০২৩। বিশ্ব জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ নিয়ে আনন্দ র্যালি,আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আজ এমন একটা বিশেষ দিনে আমি আমার শিক্ষা গুরু ও সকল শিক্ষককে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, নমস্কার ও অভিনন্দন জানাই এবং ঐসকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি-যাদের প্রচেষ্টায় আজকে আমি এখানে এসে পৌছাতে পেরেছি।এছাড়াও তিনি সকল শিক্ষার্থীদের লেখা পড়ার প্রতি উৎসাহ প্রদান করার মাধ্যমে ওনার বক্তব্য শেষ করেন।
কেক কাটা ও পুরষ্কার বিতরণের পর সভাপতির বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি পরিসমাপ্ত হয়।