ছাতকে নিখোঁজ ছাত্রীর মাথা-বিহীন মর*দেহ উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে নিখোঁজ ছাত্রীর মাথা-বিহীন মরদেহ উদ্ধার করছে পুলিশ।উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর কন্যা ইভা আক্তার (০৯) স্থানীয় কূর্শী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রী মাথা বিহীন (বিবস্ত্র)লাশ উদ্ধার করছে থানা পুলিশ।
স্থানীয় সুত্র সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) বিকালের দিকে ইভা দোকানের উদ্দ্যেশে বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে বাড়ির আঙ্গিনায় হাওরের ধানের জমিতে মাথা বিহীন বিবস্ত্র অবস্থায় লাশ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর
দিলে পুলিশ এসে কূর্শী গ্রামের পাশে হাওর থেকে লাশ টি উদ্ধার করে।
ভিউ: ১০৪