পারমাণবিক শক্তিতে বাংলাদেশ
আজ আনুষ্ঠানিকভাবে জ্বালানি হস্তান্তরের মধ্য দিয়ে নিউক্লিয়ার ক্লাবের ৩৬ তম গর্বিত সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে আজ ০৫ অক্টোবর অনলাইনে যুক্ত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এর নির্মাণ খরচ প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। যার ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এবং রাশিয়া হতে ৯১ হাজার ৪০ কোটি টাকা ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ।
ভিউ: ১৭২