
আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫৩ (তেপ্পান্ন) পিচ ভয়াবহ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।
আজ ০৪.১০.২০২৩ ইং বুধবার সন্ধা ৬ঃ০০ টার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সিগন্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানাধীন বড়পুটিমারী গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৫৩ পিস ট্যাপেন্টাডল সহ ৪ জনকে আটক করেন অভিযান পরিচালনাকারী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনাকারী অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের চৌকষ টিম। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বড়পুটিমারী গ্রামের মোঃ খেদের আলীর ছেলে মোঃ হ্নদয় আলী (২৫), নাগদাহ পূর্বপাড়ার মৃত হাজু মন্ডলের ছেলে মোঃ হাসান আহমেদ (২৫), নাগদাহ গ্রামের মোঃ তোফাজ্জেল মন্ডলের ছেলে মোঃ মনির হোসেন (২১), ও ছোটপুটিমারী গ্রামের শ্রী শইলেন রাজবংশীর ছেলে শ্রী অর্জুন কুমার রাজবংশী (২৪)।
এই বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের সাথে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।