ভারতের সিকিমে তিস্তার বাধবাঙ্গন বাংলাদেশে বন্যার আশঙ্কা
Spread the love

ভারতের সিকিমে তিস্তার বাধবাঙ্গন বাংলাদেশে বন্যার আশঙ্কা

 

ফুলছড়ি প্রতিনিধি মোঃ ইয়াকুব হাসান

লালমনিরহাট, নিলফামারী,রংপুর,কুরিগ্রাম এবং গাইবান্ধাতে বন্যার আশঙ্কা l ভারতের উত্তর সিকিমে অতিভারী বর্ষনে তিস্তা ভয়ংকর রুপ নিয়েছে l সেখানকার জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম বাধ ভেঙ্গে গিয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে l জলপাইগুড়িতে জারি করেছে সতর্কতা ফলে বাংলাদেশের উত্তরান্চলে তিস্তা পারে বড় আকারের বন্যার আশঙ্কা করা হচ্ছ l বুধবার (৪অক্টোবর) পানি উন্নয়ন বোডের (পাউবো)নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন l ভারতীয় সেন্টাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংচাংয়ের ড্যাম ক্ষতিগ্রস্থ হওয়ায় উজানে নদীর পানির সমতল দ্রুত বেড়েই চলেছে l সর্বশেষ তথ্য অনুযায়ী গজলডোবা পয়েন্ট পানির সমতল বিগত মধ্য রাতেই প্রায় ২৮৫ সেন্টিমিটার বেড়েছে l বর্তমান পানির সমতল ১০ দশমিক ৩০ মিটার এবং দেমুহনি পয়েন্ট সকালে প্রায় ৮২ সেন্টিমিটার বেড়েছে lএর আশংকায় বাংলাদেশের লালমনিরহাট, নিলফামারী, রংপুর,কুড়িগ্রাম এবং গাইবান্ধাতে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে l
এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসন l

সর্বশেষ খবর

ভারতের সিকিমে তিস্তার বাধবাঙ্গন বাংলাদেশে বন্যার আশঙ্কা

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031