নলছিটির খালে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মর*দেহ
Spread the love

নলছিটির খালে ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মর*দেহ

 

 

নলছিটিতে খালে ভাসছিলো অজ্ঞাত (৭৫) বছর বয়সী এক বৃদ্ধের লাশ।মরাদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই থানা পুলিশের একটি দল খাল থেকে উদ্ধার করে ওই অজ্ঞাত বৃদ্ধের মরদেহ। ৪ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট সংলগ্ন এলাকায় ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,সকালের দিকে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কাল ভার্টের নিচে ওই অজ্ঞাত বৃদ্ধের মরাদেহ ভাসমান দেখেন। বিষয়টি তারা নলছিটি থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধারকরে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। লাশটি সুরতাহাল শেষে মযনা তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে
নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বৃদ্ধের পরিচয় জানতে কাজ শুরু করেছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031