বরিশাল হিজলায় কুখ্যাত ডাকাত সর্দার ১২ টি মামলার আসামী রুহুল আমীন কদাসহ ০৬ ডাকাত হিজলা পুলিশের জালে আটক ৷
বরিশাল, হিজলা,মেহেন্দীগঞ্জ এবং কাজীরহাট থানার নদীর ত্রাস কুখ্যাত ডাকাত সর্দার ১২ টি মামলার আসামী রুহুল আমীন কদাসহ ০৬ ডাকাত হিজলা পুলিশের জালে আটক ।০৩/১০/২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমানাক ১ টার সময় অফিসার ইনচার্জ হিজলা থানা সাহেবের নেতৃত্বে হিজলা থানাধীন ৪নং বড় জালিয়া ইউপির বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে হিজলা থানা পুলিশের একটি চৌকশ দল ০৬(ছয়) জন ডাকাতকে দেশীয় অস্রসশ্রসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে হিজলা থানায় সংশ্লিষ্ঠ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি,চুরি, মারামারি, অস্ত্র আইন, বিস্ফোরক আইনের মামলার তথ্য পাওয়া যায়।
ভিউ: ৯৯