উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে হেনরী’র লিফলেট বিতরণ
মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ি ইউনিয়নের – বিভিন্নস্থানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন – বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ৮ হতে দুপুর পর্যন্ত সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিয়ারপাচিল, দিয়ারপাচিল বাজার, খলিশাকুড়া ৪ নং ওয়ার্ডের পুরান শৈলাবাড়ী, শৈলাবাড়ী হাটখোলা, সিকদারবাড়ী মোড় সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, কর্মচারীগণ, সুধীজন, গুনীজন, শুভাকাঙ্ক্ষী, রিক্সা-ভ্যান , অটোরিকশা, সিএনজি চালক, পথচারী, দলীয় কর্মী ও সর্মথক সহ বিভিন্ন পেশাজীবি মানুষদের কাছে গিয়ে সাক্ষাৎ করে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন – প্রধানমন্ত্রীর অবদান, সাদৃশ্যেমূলক উন্নয়ন ও তার চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
এ সময়ে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য মিজানুর রহমান দুদু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক মোঃ সুমন রহমান, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সী, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু
যুবলীগনেতা ফরিদ আহমেদ, বিপ্লব হোসেন, ছাত্রলীগনেতা সাগর আহমেদ, আশিক ইকবাল আলহাজ্ব, সিরাজগঞ্জ পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এর সভাপতি গোলাম মোস্তফা, মরহুম মোতাহার হোসেন তালুকদার যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সন্টু সহ খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনার রশিদ, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় আঃলীগনেতা জুড়ান আলী আকন্দ, নান্নু, ২ নং ওয়ার্ডের মুকুল সরকার, তারা মিয়া,৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, আঃলীগনেতা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়নের অন্যান্য আওয়ামীলীগের নেতাকর্মীরা সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।