কালিয়াকৈরে দুটি বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চায়না দোয়ানী-কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট।
গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে দুটি বিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ানী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এলাকাবাসী ও উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নে বাহাদুরপুর এলাকায় ও শ্রীফলতলী ইউনিয়নের বলিয়াদী বাজার সংলগ্ন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি বিলে এ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযান চালিয়ে মৎস্য শিকারীদের ১৮’শ মিটার অবৈধ চায়না দোয়ানী জাল ও ২৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৪০হাজার টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা। এসময় স্থানীয় লোকজনকে মৎস্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা মুলক বিভিন্ন দিক-নির্দেশনাও দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর জুয়েল রানাসহ আরো অনেকে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সংরক্ষণ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।