বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেলের সাথে দাকোপের নেত্রী বৃন্দের
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা( খুলনা) প্রতিনিধি
গতকাল সন্ধা ৭ টায় বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র,বিসিবি পরিচালক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা শেখ সোহেল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে জামাত- বিএনপি আবারো ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে এলাকায় তারা বিশৃংখলা সৃষ্টি করতে না পারে।
কোথাও কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের কে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌছিয়ে দিতে হবে। তিনি
সৌজন্য স্বাক্ষাত করতে আসা দাকোপ উপজেলার বাজুয়া ও তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাফেজ মোঃ শামীম,সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস,শেখ মোঃ আবু হানিফ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ খুলনা জেলা আওয়ামি যুবলীগ সভাপতি, শেখ হাফিজুর রহমান, মুশফিকুর রহমান সাগর,দাকোপ উপজেলা আওয়ামীলীগ নেতা -সাবেক চেয়ারম্যান রনজিত রায়,৩ নং গঙ্গারামপুর সাবেক চেয়ারম্যান শেখ মোঃ হাদি- উজ-জামান হাদী, অপরাজিত অপু,প্রভাষক বিকাশ মন্ডল, মির্জা সাইফুল ইসলাম টুটুল, নিত্যরঞ্জন কবিরাজ,কালিদাস রায়,তন্ময় সরকার,জিএম সেলিম,বিকাশ মন্ডল,অভিজিৎ রায় অভি,গাজী নাজমুল হাসান, প্রসাদ বৈদ্য,প্লাবন রায়,মিজান ফরাজী, মোঃ হাফিজুল ইসলাম,রশিদ গাজী,মহাদেব রায়,
বদরউদ্দিন মিয়া মিলন,মিল্টন জোয়াদ্দার,গাজী হাদী উজ জামান ওরেন্স,সঞ্জয় মন্ডল, জিএম ওমর ফারুক, স্বপন মন্ডল, দিনবন্ধু সরদার,রাজিব মন্ডল,তরুন মন্ডল, জয়দেব রায়,সুজিত রায়,অনিত মন্ডল, মোঃ আব্দুল্লাহ, দেব্রত শীল প্রমুখ।