খোশবাস ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার জনাবা সাবরিনা আফরিন মুস্তাফা।
এসময় উপস্থিত ছিলেন– উত্তর খোশবাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব নাজমুল হাসান সরদার।এছাড়া আরও উপস্থিত ছিলেন বরুড়া ভূমি অফিসের নায়েব জিল্লুর রহমান,আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মনিরুজ্জামান মনির সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন- যেহেতু বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সকলের প্রতি বাধ্যতামূলক করেছেন সেহেতু নিরক্ষতা দূর করনে সকলকে এগিয়ে আসতে বলেন। তাছাড়া তিনি বিদ্যালয়টি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন এবং যেকোনো বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।