চুয়াডাঙ্গায় রডের আঘাতে স্ত্রী খুন মামলার আসামীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ এবং স্বারকলিপি প্রদান।
এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রহতিনিধি
(০৩-১০-২৩) চুুয়াডাঙ্গার সুমুর্দিয়া কলোনী পাড়ায় স্বামী কর্তৃক স্ত্রী নয়ন তারা হত্যাকারী আনোয়ারসহ সকল আসামীদের আটক ও ফাঁসির দামীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
আজ (মঙ্গলবার ৩ অক্টোবর) বেলা ১২ টায় মেহেরপুর জেলার সদর থানার পিরোজপুর গ্রামের নিহত নয়নতারার মেয়ে টুনি ও তার স্বজনরা চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে ও সদর থানার সামনে এ মানবন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এর পর মিছিলসহকারে জেলা প্রশাসকের দপ্তরের সামনে এক মানবন্ধন ও বিক্ষভ প্রদর্শন করে। পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করে।
এসময় জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা বিচার প্রার্থী নিহত নয়নতারা মেয়ে টুনি ও তার স্বজনদের শান্ত করেন এবং সুবিচার ও আসামীদেরকে আটকের বিষয়ে আশ্বাস্থ্য করেন।
ভক্সপপ: নিহত নয়ন তারার মেয়ে টুনিসহ স্বজনরা,১,২,৩
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের সুমুর্দিয়া কলোনী পাড়ার লোন্ড্রী দোকানদার তার সন্তানের সামনে তার স্ত্রী দুই সন্তানের জননী নয়ন তারাকে (৩৫) মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে এবং এসময় তার একমাত্র বড় মেয়ে স্কুল পড়ুয়া নবম শ্রেনীর স্কুল ছাত্রী জান্নাতুল আরা টুনি ঠেকাতে গেলে তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে ঘাতক পালিয়ে যায়। পুলিশ আজো ঘাতক আনোয়ার বা অভিযুক্তদেরকে আটক করতে পারেনি।
এঘটনায় নিহত নয়নতারা স্বজনরা মেহেরপুরবাসী এ কর্মসূচি পালন করেছে।
বাইট ডিসি: ড.কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক,চুয়াডাঙ্গা।