নীলফামারীতে সড়কে কার্পেটিং ঢালাই করতে গিয়ে মিকচার মেশিনে ডুবে জখম হয়েছে মোর্শেদ আলম নামে এক বাকপ্রতিবন্ধী এক যুবক ।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের নারাডাঙ্গা নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা টি ঘটে।আহত মোর্শদ আলম নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের খোর্দ্দবোতলাগাড়ি এলাকার মোহাম্মদ আমজাদ হোসেনের ছেলে।
সরেজমিনে গেলে কয়েকজন জানান মোর্শদ আলম কার্পেটিং ঢালাই মেশিনের চেনে পাথর দেয়ার সময় সবার অজান্তে চেনে তার পা আটকে মেশিনের ভিতরে চলে যেতে থাকে পরে বিষয় টি আমরা টের পেলে মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় তার বাবার সাথে কথা হলে তিনি বলেন আমার ছেলে একজন বাক প্রতিবন্ধী সে উক্ত কাজে অনেকদিন যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করে আজকে এটা কি ভাবে হলো আমি ও চিন্তা করে পাচ্ছি না।
এদিকে অহন – আলভী, মেসার্স সাই ‘কি বিল্ডাস এর নাম না বলার শর্তে একজন জানান মোর্শেদ অনেক দিন থেকে আমাদের সাথে কাজ করে কিন্তু হঠাৎ করে আজকে এটা কি ভাবে হলো আমরা ঠিক বুঝতে পারছি না তবে তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট এ পাঠানো হয়েছে।