কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহ*ত
গতকাল দুপুরে কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফুয়েল স্টেশনের পাশে, ঢাকা টাংগাইল হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক টাংগাইলের মির্জাপুর উপজেলার পথহারা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রিফাত হোসেন (২২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত গাজীপুরের কালিয়াকৈর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে গতকাল দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শিলাবৃষ্টি ফুয়েল স্টেশন এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিফাত মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিউ: ১০২