বরিশালে ভবন নির্মাণ সামগ্রী রেখে ফুটপাত দখল
Spread the love

বরিশালে ভবন নির্মাণ সামগ্রী রেখে ফুটপাত দখল

 

 

বরিশাল নগরীর বিভিন্ন রাস্তায় ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। এতে দুর্ঘটনার আতঙ্কে ভীতসন্ত্রস্ত পথচারী ও শিক্ষার্থীরা।বরিশালে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফুটপাত দখল করে ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। আইন অনুযায়ী রাস্তায় ইট, বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি। কিন্তু তারপরও এ বিধান কেউ মানছেন না।

দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর হাতেম আলী কলেজের সম্মুখে এমন কর্মকাণ্ড চলছাা
সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে কোনো জোর পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ!

সরেজমিনে দেখা যায়, নবগ্রাম রোড মুসলিম পাড়ার সম্মুখে একটি বহুতল ভবন নির্মাণের কাজে ইট, বালু ও পাথর রাস্তার উপর মজুদ করে রেখেছে
ফুটপাত দখল করে।

ফুটপাতের রাস্তা দখল করে চলছে ঢালাইয়ের কাজ৷
ফলে ওই রাস্তায় যান চলাচলে ও পথচারী এবং শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে। ওই সব নির্মাণ সামগ্রীর কারণে পথচারীদের নিরাপদ চলাচলের ফুটপাতটিও ব্যবহার করা যাচ্ছে না।

পথচারীদের হাঁটায় বিঘ্ন সৃষ্টি হয় মহাসড়কের উপর দিয়ে হাটতে হয় তাদের৷ ফলে যেকোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে।

তাওসিফ খান বলেন- অনেকদিন ধরেই রাস্তার উপর পাথর, বালু ও ইট রেখে ভবন নির্মাণ কাজ করছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েছে। রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার পাশাপাশি ফুটপাত বন্ধ করে ভবন নির্মাণ করছে এ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই।ভোগান্তি পোয়াচ্ছি সাধারণ পথচারীরা।

এ বিষয়ে রিফাত রহমান , সাজু , শাহাদাত, টিপুসহ আরো অনেকেই অভিযোগ করে বলেন,  ইদানিং বিভিন্ন রাস্তায় ভবন নির্মাণ সামগ্রী রেখে রাস্তা ছোট করে ফেলেছে। আর এই সকল সামগ্রী রাখার কারনে রাস্তায় বেশির ভাগ অংশে বালু ও পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031