বটিয়াঘাটা, গঙ্গারামপুর ইউনিয়ে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও কেন্দ্র কমিচি গঠনঃ
Spread the love

বটিয়াঘাটা, গঙ্গারামপুর ইউনিয়ে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও কেন্দ্র কমিচি গঠন

 

 

শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা খুলনা প্রতিনিধি

 

খুলনা জেলা, বটিয়াঘাটা উপজেলার, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের, ডেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ে১/১০/ ২০২৩ রবিবার সন্ধা ৮ টায়, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, সাধানণ জনগনের মাঝে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী -৩নং গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী,উক্ত অনুষ্ঠানে হাদী বলেন, বিদেশিরা যতই চক্রান্ত করুনা কেন কোনো লাভ হবেনা, ৭১ সালেও আমাদের সাথে বিরোধী- তা করেও পারিনি, আগুন সন্ত্রাস করে, পিছনের দরজা দিয়ে বি এনপি যে ষড়যন্ত্র করুকনা কেনো লাভ নেই,বারবার দরকার শেখ হাসিনার সরকার,এই স্লোগান মানুষ বিশ্বাষ করেন, ডেউয়াতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা নীহার রঞ্জন সরকার।
সভায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ের বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মনোরঞ্জন শীল, সেলিম হোসেন রাশা দেবপ্রসাদ সরকার, প্রান কৃষ্ণ মন্ডল,শ্রী নিত্যানন্দ মহালদার- সভাপতি শেখ রাসেল জাতিও শিশু-কিশোর পরিষদ বটিয়াঘাটা উজেলা ও সভাপতি গোন্ধামারী মাহালদার বাড়ি সার্বজনিন কালি মন্দির ও বিশিষ্ট সাংবাকিক ও ব্যাবসাহী, সুব্রত বিশ্বাস, আঃ কুদ্দুস ফকির, আঃ রশীদ, দেবদাস কবিরাজ, মোঃ হুমায়ুন কবির মনি,কওসার শেখ,সুমন মন্ডল,বাসুদেব মন্ডল,রবিউল মলঙ্গী,অসিম মন্ডল,নারায়ন সরকার,সোহাগ ফকির,মোশাররফ ফকির,বাপ্পী মোল্লা,দেবদাস মন্ডল,প্রান্ত তরফদার,প্রদীপ সরদার,পিটার সরদার,রমজান সরদার,নাসির উদ্দিন ফকির সহ প্রমুখ
সভায় নীহার রঞ্জন সরকার কে আহবায়ক ও মনোরঞ্জন শীল সহ, দেবপ্রসাদ সরকার, সেলিম হোসেন রাশা প্রান কৃষ্ণ মন্ডল, আঃ কুদ্দুস ফকির, আঃ রশীদ শেখ ও দেবদাস কবিরাজ, হুমায়ুন কবির মনি, খাদিজা আক্তার কে যুগ্ম আহবায়ক করে ১৫০ জনের কেন্দ্র কমিটি করা হয়।

সর্বশেষ খবর

বটিয়াঘাটা, গঙ্গারামপুর ইউনিয়ে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ও কেন্দ্র কমিচি গঠনঃ

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031