টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ’ লীগের আন্তর্জাতিক উপ কমিটির শ্রদ্ধা নিবেদন
প্রতিনিধি সোহেল:
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ড. শাম্মী আহমেদ ও আন্তর্জাতিক উপ কমিটির প্রভাবশালী সদস্য পটুয়াখালী( দুই) বাউফল এর কৃতি সন্তান রায়হান শাকিবের নেতৃত্বে শনিবার দুপুরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
৩০ সেপ্টেম্বর সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে ড. শাম্মী আহমেদের নেতৃত্বে উপকমিটির সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু কেন্দ্রীয় শিশু-কিশোর মেলা আয়োজিত ‘জনক আমার,নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি। এছাড়াও, বাংলাদেশ সফররত ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে মতবিনিময় করেন আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা।