গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হ*ত্যা
সোহেল রানা, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাঘিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বাঘিয়া বারেক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩২) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া এলাকার মৃত সাহা আলীর ছেলে। তিনি কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, আমিনুল ইসলাম গতকাল রাতে অটোরিকশা নিয়ে বাঘিয়া বারেক রোড এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মরদেহ পড়ে থাকতে দেখে থানা–পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সেখানে অটোরিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা টাকাপয়সা ও অটোরিকশাটি ঘটনাস্থলেই ছিল। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।