কালিয়াকৈর বাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা ।
৩০ সেপ্টেম্বর ২০২৩ইং শনিবার, কালিয়াকৈর বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখে, ৬ টি পদে এককভাবে প্রার্থী থাকায়,এবারের কমিটি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে।
৩০সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিটি কর্তৃক, নির্বাচনী ফলাফলের লিখিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়,নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯আগষ্ট ও ৩০আগষ্ট মনোনয়ন পত্র বিতরন করা হয়। ৪সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা, ১০ ও ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থি তালিকা প্রকাশ করা হয়।সমিতির উপ আইন মোতাবেক প্রতিটি পদের বিপরিতে অন্য কোন প্রার্থী না থাকায় এবং প্রতি পদে ১জন করে প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজনীয়তা নেই, বিধায় ৬ সদস্য বিশিষ্ট ব্যাবস্থাপনা কমিটির সকল প্রার্থী কে সমবায় সমিতি বিধিমালা ২০০৪(সংশোধিত ২০২০)এর বিধি ৩৪(৩) মোতাবেক চুড়ান্ত ভাবে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ _সভাপতি জনাব হারুন অর রশিদ, সহ সভাপতি জনাব মিরাজ মোল্লা,সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ, পরিচালক জনাব মো: আতিকুর রহমান (মন্টু),জনাব গৌর চন্দ্র সরকার এবং জনাব মো: শহীদুর রহমান।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রদান করা হয়, বিজয়ী ব্যাবস্থাপনা কমিটি,উপজেলা সমবায় অফিসার, জেলা সমবায় অফিসার ও প্রেস বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড। সমবায় সমিতির বিধি মোতাবেক শপথ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত পরিচালনা পরিষদের কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে যানা গেছে।