বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়।
মো আসমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সদর উপজেলা জামছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্টিত হয়। ৩০/৯/২৩ইং রোজ শনিবার স্হান বাঘমারা বাজার।উপজেলা আাহাবায়ক সরোয়ার জামান উদ্বোধনের মধ্যে দিয়ে সভা অনুষ্টান শুরু হয়।
প্রধান অথিতি: মিসেস মাম্যাচিং সাবেক সংসদ ও সভাপতি বান্দরবান জেলা বিএনপি।
প্রধান অথিতির বক্তিতাই বলে বান্দরবানে এই প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছন বান্দরবানের আমি নিজে ও সাধারন সম্পাদক মো জাবেদ রেজা ৫ অক্টোবর রোর্ট মার্চ এর জন্য এই আন্দোলন সফল করতে হবে। এই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডকে পূর্নাগ করে উপজেলা বিএনপিকে জমা দিতে হবে।
বিশেষ অথিতি হিসাবে উপস্তিত আছেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবু লুসাই মং।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বাবু চনুমং মারমা।
সভাপতিত্ব করেন : অংচমং মারমা সভাপতি জামছড়ি ইউনিয়ন বিএনপি।
সন্চালনাই : মংথুইচিং সাধারন সম্পাদক জামছড়ি ইউনিয়ন বিএনপি।
নবগঠিত ইউনিয়ন কমিঠিতে অংচমং সভাপতি ও মংথুইচিং মারমা সাধারন সম্পাদক নির্বাচিত হন।