সীতাকুণ্ড উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে বিনা মূল্যে ছাগল/ভেড়ার পিপিআর টীকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আয়েজিত বিনা মূল্যে ছাগল/ভেড়ার পিপিআর টীকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত।
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক আয়োজিত পিপিআর রোগ নিমূর্ল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনা মূল্যে ছাগল/ভেড়ার পিপিআর টীকা প্রদান কার্যক্রমের এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম। উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ তাহমিনা আরজু,উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভুঁইয়া, স্হানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তি বর্গ।
ভিউ: ৯৬