প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে সোনাইমুড়ীতে আনন্দ র্যালী
দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় আনন্দ র্যালী ও কেক কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার নাটের শহর দিঘিরজান বাজারের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
পরে বাজারের প্রধান সড়কের ব্রিজের উপর আলোচনা সভা শেষে ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উদযাপন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন . ৬নং নাটের শহর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আসিনুল ইসলাম সেলিম. ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান উল্যা. সহ-সাধারণ সম্পাদক মির্জা শামসুল হক নাসু . সহ সাধারণ সম্পাদক মাজেদ পাটোয়ার . আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মিজান. আওয়ামীলীগের সহ-সভাপতি আজম খান . ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বেলায় হোসেন. ইউনিয়ন ছালীগের সাবেকসহ সভাপতি ইতালি প্রবাসী মোহাম্মদ মহসিন .হোসেন. ইউনিয়ান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রাহুল. ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী সার্বিক সহযোগিতা মোহাম্মদ গোলাম মাওলা পলাশ ।