কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে
মোঃ মুকুল হোসেন (কুষ্টিয়া)
জমজমাট ভোট উৎসবের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২০২৫ সম্পন্ন হয়েছে।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রেসক্লাবের ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাগর-রিপন পরিষদের আল মামুন সাগর। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক-শরিফ পরিষদের তারিকুল হক তারিক পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাগর-রিপন পরিষদের আবু মনি জুবায়েদ রিপন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক-শরিফ পরিষদের শরিফ বিশ্বাস পেয়েছেন ৪২ ভোট। নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আগামী দুই বছর কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা সুকেন পাল ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৯৫ জন ভোটার প্রত্যক্ষভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে মুজিবুল শেখ ( প্রাপ্ত ভোট ৪৮)ও নূরুন্নবী বাবু( প্রাপ্ত ভোট ৫৩) , সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাচ্চু( প্রাপ্ত ভোট ৫১) ও দেবাশীষ দত্ত ( প্রাপ্ত ভোট ৫৪), কোষাধ্যক্ষ পদে লিটন উজ-জামান( প্রাপ্ত ভোট ৪৯) ,দপ্তর সম্পাদক পদে মোকাদ্দেস হোসেন সেলিম ( প্রাপ্ত ভোট ৫০) , প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান ( প্রাপ্ত ভোট ৫৫) , ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন ( প্রাপ্ত ভোট ৫৩) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদের ৯ টি নির্বাহী সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনিসুজ্জামান ডাবলু( প্রাপ্ত ভোট ৫৪), পি,এম,সিরাজুল ইসলাম( প্রাপ্ত ভোট ৫২), মোঃ আব্দুল জিহাদ( প্রাপ্ত ভোট ৪৮), নুরুল কাদের( প্রাপ্ত ভোট ৫২) দেলোয়ার মানিক( প্রাপ্ত ভোট ৪৮), এস এম রাশেদ( প্রাপ্ত ভোট ৪৯), খালিদ হাসান সিপাই( প্রাপ্ত ভোট ৪৭),আব্দুর রশিদ চৌধুরী( প্রাপ্ত ভোট ৫১) ও মোহাম্মদ আলী জোয়ার্দ্দার( প্রাপ্ত ভোট ৪৭)।