দাকো উপজেলায় পোল্ডার ৩১ এর পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময় কর্মশালা
নিত্যানন্দ মহালদার, বটিয়াঘাটা উপজেলা( খুলনা) প্রতিনিধিঃ।
খুলনা জেলার দাকোপ উপজেলার পোল্ডার-৩১ এর পানি সম্পদ ব্যাবস্থপনা পদ্ধতির পুনরুদ্বার ও উন্নয়নের সম্ভাব্য” শীর্ষক সমীক্ষা প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালা, অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে ছিলেন- জনাব পঞ্চানন বিশ্বাস এমপি,মাননীয় হুইপ জাতীয় সংসদ ও সংসদ সদস্য খুলনা ৯৯,১।
গেষ্ট অব অনার হিসেবে ছিলেন -এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার,এমপি। অনলাইনে যোগ হন, জনাব নাজমুল আহসন সচিব,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, পানি সম্পদ মন্ত্রনালে।বিশেষ অতিথী-জনাব এস এম,শহিদুল ইসলাম মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।জনাব মল্লিক সাঈদ মাহবুব-অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগ পানি সম্পদ মন্ত্রলায়। জনাব মোঃ মনিরুজ্জামান- অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা,নকসা ও গবেষনা)বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
জনাব খন্দকার ইয়াসির আরেফিন-জেলা প্রশাসক, খুলনা।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব মোঃ সফি উদ্দিন অতিরিক্ত প্রধান প্রকৌশলী,দক্ষিণপশ্চিমাঞ্চল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।বিশেস অতিথী, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলক কুমার মন্ডল,ড.শ্যামল চন্দ্র দাস প্রধান প্রকৌশলী বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড।
সকাল ১০ টায় সম্মেলন কক্ষ্য চালনা পৌরসভা দাকোপ খুলনা। অনুষ্টিত হয়,উপস্থিত সকল অতিথী বৃন্দ বক্তব্য প্রদান করেন ।জনাব পঞ্চানন বিশ্বাস, এমপি, মাননীয় হুইপ জাতীয় সংসদের সফর সঙ্গী হিসেবে ছিলেন -শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বটিয়াঘাটা উপজেলার সভাপতি ও গোন্ধামারী সার্বজনিন কালি মন্দিরের সভাপতি ও সাংবাদিক নিত্যানন্দ মহালদার
অনুষ্ঠানে বিশেষ আলোচনা ছিলেন লবন হাওয়ায় ফলন বাড়িয়ে কৃষক কৃষাণির মুখে হাসি,নদী শাসন, ফসলি জমিতে ফলন বাড়ানোর জন্য ৩১ নং পোল্ডারের ৭৪ টি খাল ও নদী খননের বিষয় আলোচনা করে ১২ টি খাল খননের সিদ্ধান্ত গ্রহন করা হয়।আরোও উপস্থিত ছিলেন দাকোপ- উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধানণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চেয়ারম্যান দাকোপ ইউনিয়ন পরিষদ সহ দাকোপ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দের মুক্ত আলোচনা গ্রহন করেন ও পানি উন্নয়ন বোর্ডের জেলা,থানার, নেত্রী বৃন্দ সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন।