নগরকান্দা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মতপার্থক্যের দ্বন্দের অবসান ঘটালেন লাবু চৌধুরী ।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় ২৮ সেপ্টেম্বর (২০২৩) সকালে ফরিদপুর – ২ ( নগরকান্দা – সালথা ) আসনের জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুর মধ্যস্থতায় নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার ও কাউন্সিলরদের বিবাদমান মতপার্থক্যের দ্বন্দ্বের অবসান ঘটলো ।
শাহদাব আকবর লাবু চৌধুরী পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে সকল ভিদা বেদ ভুলে গিয়ে একে অপরের সহযোগিতায় কাজ করে জাবেন , যাতে করে জনগন দেখতে পার যে এই পরিষদের মাধ্যমে এলাকার উন্নয়ন হয়েছে ।
পৌরসভার কাউন্সিলরগন বলেন, আমরা আজ থেকে আবার নতুন করে জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ও মেয়র মহোদয়ের নেতৃত্বে জনস্বার্থে কাজ করে যাবো ইনশাল্লাহ।
জাতীয় সংসদ সদস্য লাবু চৌধুরীর এই মহুতী উদ্যোগে সবার মধ্যে শন্তি ফিরে আশায় ও নগরকান্দা পৌরসভার উন্নয়নের দুয়ার উম্মচন করে দেওয়ার জন্য পৌরসভার মেয়ের নিমাই চন্দ্র সরকার এবং পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সংসদ সদদ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয় ।
পরিশেষে পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলর ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।