![](https://sftvbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আলুর দাম এখনো সাধারণ জনগণের ক্রই ক্ষমতার বাহিরে।
ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ময়ন্দিয়া বাজার আজকে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি যেটা বাংলাদেশ ভুক্তা ওদিপ্তর নির্ধারণ করে দিয়েছে পাইকারি বাজারে ২৭ টাকা কেজি ধরে আর খুচরা বাজার ৩৫ থেকে ৩৬ টাকা বেশ
কিছুদিন হচ্ছে সেটা অসাধু ব্যবসায়ীরা কোনভাবেই মেনে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বাংলাদেশ সরকারের অনুমতির বাইরে গিয়ে আলু বিক্রয় করা হচ্ছে এ সময় হাটের ক্রেতারা অসন্তুষ্টি প্রকাশ করেন তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আলুর দামটা যেভাবে নির্ধারণ করে দিয়েছে তার থেকে কেজি ধরে আমাদের কাছ থেকে ১০ টাকা বেশি ধরে নিওয়া হচ্ছে। দোকান মালিকেরা বলেন আমরা বেশি দামে আলু কিনতেছি যার কারণে আমরা সেই ভাবে বিক্রি করতেছি আমাদের কাছ থেকে এখনো আলুর দাম কম নিচ্ছেনা পাইকারি ব্যবসায়ীরা যার কারণে আমাদের এই ৪৫ টাকা দরে আলু বিক্রি করতে হচ্ছে, সাধারণ জনগণ বলেন যারা সরকারের নির্দেশ না মেনে আলু বেশি দামে বিক্রি করতেছে ওনতি অবিলম্বে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত তা না হলে সমস্ত কিছুর দাম ঊর্ধ্বমুখী আমরা কোনভাবেই আমাদের সংসার চালাতে পারছি না আমাদের ক্রয় ক্ষমতার ভিতর থাকবে আলুর দামটা যেন ঠিকঠাক মত চলে এবং আগামী দিনে এই আলুটা যেন সরকার নির্দেশ মোতাবেক ব্যবসায়ীরা বিক্রি করেন এটা আমাদের বিশেষ অনুরোধ থাকলো। ভোক্তা অধিদপ্তরের কাছে।