মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন কার্যলয় উদ্বোধন
Spread the love

মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন কার্যলয় উদ্বোধন

 

খুলনার পাইকগাছা পৌর সদরে মৌচাক সাহিত্য সাংস্কৃতিজ সংসদ ও মৌচাক বাংলা মিউজিক একাডেমির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় পাইকগাছা এসিল্যান্ড অফিসের বিপরীতে আহাদ মটরস এর দ্বিতীয় তলায় নতুন অফিসে উদ্বোধন

অনুষ্ঠানে মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও মৌচাক বাংলা মিউজিক একাডেমির সভাপতি গাজী আব্দুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নতুন তারা সমাজ কল্যান ও সাহিত্য সংস্থা এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা। উদ্বোধক ছিলেন ভাইসচেয়ারম্যান শিয়াবউদ্দীন ফিরোজ বুলু ও প্রধান আলোচক কলামিস্ট ও কবি পঞ্চানন মল্লিক।

আয়োজিত অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, খুলনা ৬ এ এমপি প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ, বিশেষ অতিথি ছিলেন মনিরুজ্জামান আকন, ৯নং চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, প্রেসক্লাব পাইকগাছা এর সেক্রেটারি এম জালাল উদ্দীন, কবি জিৎ মন্ডল।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার, সদস্য রাজু আহমেদ, মৌচাক সাহিত্য সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি আব্দুল আহাদ সানা, জি এম লিয়াকত হোসেন, কবি কফিল মাহমুদ, কবি বেগম শামসুন্নাহার, সাজিয়া সুজানা উর্মি, কবি সামসাদ জেবা খান, রক মিলন,কবি নাহিদ নির্জন নীল, দ্বীপা ইয়াসমিন, কবি লিন্সা মন্ডল, শতাব্দী সরকার,মাইকেল মিজান, মোঃ সবুজ, মডেল সোহেল, আরজিনা জামান অথৈ, প্রশান্ত মল্লিক, মনিরুল ইসলাম, স্পন্দন মল্লিক প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728