খুলনা বটিয়াঘাটা বাজার নাটমন্দিরে অষ্টম প্রহরব্যাপি মহা নাম যজ্ঞ চলছে।
শ্রী নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি খুলনাঃ
বিশ্বশান্তি ও সকল জীবের কল্যানে, খুলনা, বটিয়াঘাটা বাজার নাট মন্দিরে অষ্টম প্রহর ব্যাপি নাম যজ্ঞে, প্রধান অতিথী হিসেব উপস্থিত ছিলেন, খুলনা ৯৯/১/ দাকোপ- বটিয়াঘাটার নয়নের মনি প্রবিণ নেতা জাতীয় সংসদের হুুইপ ও এমিপ, জননেতা শ্রী পঞ্চানন বিশ্বাস।
বিশেষ অতিথী হিসেবে ছিলেন- বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান শিব পদ মন্ডল,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বটিয়াঘাটা উপজেলার সভাপতি ও গোন্ধামারী মহালদার বাড়ি সার্বজনিন কালিমন্দির কমিটির সভাপতি শ্রী নিত্যানন্দ মহালদার সহ হাজার হাজার ভক্ত বৃন্দ।
ভিউ: ৭৯