স্কাউটের ট্রেনিং টিমের সর্বোচ্চ সদস্য লিডার ট্রেনার হিসেবে দায়িত্ব পেলেন হামজার রহমান শামীম
মোঃ তাজিদুল ইসলামঃ
বাংলাদেশ স্কাউটের ট্রেনিং টিমের সর্বোচ্চ সদস্য লিডার ট্রেনার হিসেবে দায়িত্ব পেয়েছেন হামজার রহমান শামীম।
তিনি বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক আইসিটি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(প্রশিক্ষণ) জনাব আমিমুল এহসান খান পারভেজ এর সুপারিশে প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান এ দায়িত্ব প্রদান করেছেন। জনাব হামজার তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি(সম্মান) শেষ করে ২০১০ সালে স্কাউটস এর চাকুরিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। তিনি ২০১৯ সালে উপ পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছিন। তিনি ২০১৮ সালে ট্রেনিং টিমের দ্বিতীয় সর্বোচ্চ সদস্য সহকারী লিডার ট্রেনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তিনি স্কাউটিং কাজে জাপান ও চীন ভ্রমণ করেছেন।
ভিউ: ১১০