সাংবাদিক কাজী আহসানুল হাবীব এর মায়ের কুলখানি অনুষ্ঠানে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
শুক্রবার বাদ জুম’আ সাংবাদিক কাজী আহসানুল হাবীব এর আম্মার কুলখানি অনুষ্ঠিত হয়। সাংবাদিক এর পৈতৃক নিবাস গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের নিজ বাড়িতে উক্ত মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরন অনুষ্ঠিত হয়।
আত্বীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, সাংবাদিক বৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক এর মামাতো ভাই, সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ,বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর শাখার সভাপতি নাজিম উদ্দীন,বরিয়াবহ সোসাইটি(সুফন) এর প্রধান উপদেষ্টা সৈয়দ সানোয়ারুল হক,সভাপতি সৈয়দ এ কে রাইসুর রহমান, বিশেষ দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক দেওয়ান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য উক্ত মাতা চিকিৎসাধীন অবস্থায় আগষ্টের ২৩ তারিখে ইন্তেকাল করেছেন।
মৃত্যু কালে তিনি চার ছেলে,এক মেয়ে, নাতি, নাতনীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মরহুমার একমাত্র মেয়ের জামাই গোড়াই,(টাংগাইল)দরবারের গদীনিশিন পীর ও নাজিরপাড়া জামে মসজিদের খতিব ও ইমাম পীরজাদা খন্দকার গোলাম মোস্তফা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী রুমান আল রাজী,কাজী মেহেদী হাসান,সাংবাদিক পুত্র দ্বয় কাজী হাবিবুল বাশার মনময় ও কাজী ইয়াসির আরাফাত।