সখীপুরে হাজী আজাহার আলী সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব মাস্টার অবসরে গেলেন
Spread the love

সখীপুরে হাজী আজাহার আলী সরঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব মাস্টার অবসরে গেলেন

 

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হাজী আজাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মোতালেব মাস্টার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, দীর্ঘ ২৭ বছরের চাকুরীর সুবাদে সহকারী শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে কর্মজীবন থেকে অবসরে যাচ্ছেন তিনি।
ব্যক্তি জীবনেও সমাজ গঠনেও রয়েছে তার অসামান্য অবদান, তিনি একাধারে ২২ বছর যাবদ ইন্দারজানী দারুলউলুম ইসলামি মাদ্রাসার কোষাধ্যক্ষ হিসেবে নিয়োজিত ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।

২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আশরাফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ লোকমান হাকিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডিএম শফিকুল ইসলাম লেবু,মোন্তাজনগর আবাসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আমজাদ হোসেন,মোঃ শাহাদাৎ বিএসসি,নূর মোহাম্মদ কাজী,
শামীম আল মামুন,শাহজাহান চৌধুরী,ডাঃ জলিল,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল সামাদ মাস্টার ও সহকারী শিক্ষক,শিক্ষিকা,ছাত্র ছাত্রীবৃন্দ, বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক অভিভাবক ও এলাকাবাসী প্রমুখ।

এসময় অনুষ্ঠান পরিচালনা করে ন,মোজাম্মেল হক।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728